প্রতিনিধি ১০ আগস্ট ২০২৪ , ৩:৪২:৪৬ প্রিন্ট সংস্করণ
ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন।
তরুণ এই সমন্বয়ককে ঘিরে দেশের ক্রীড়াঙ্গনের অনেক আশা। জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও জানালেন নিজের প্রত্যাশার কথা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফউদ্দিন লিখেছেন, ‘অভিনন্দন আসিফ মাহমুদ ভাই। আপনি যেহেতু কুমিল্লার সন্তান, আমি পার্শ্ববর্তী জেলার ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে, সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যিকারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন।’