চট্টগ্রাম

বাঁশখালী প্রেস ক্লা‌বের কার্য‌নির্বাহী ক‌মি‌টি গঠন

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৪ , ৩:২২:১৫ প্রিন্ট সংস্করণ

বাঁশখালী প্রেস ক্লা‌বের কার্য‌নির্বাহী ক‌মি‌টি গঠন

পূর্বের কমিটি বিলুপ্ত করে বাঁশখালী প্রেস ক্লা‌বের কার্য‌নির্বাহী ক‌মি‌টির সভা ক্লা‌বের কার্যাল‌য়ে সোমবার (১২আগস্ট) বিকা‌লে ক্লা‌বের সা‌বেক সভাপ‌তি অনুপম কুমার দে,র সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্টিত হয়।

এ‌তে ক্লা‌বের পু‌র্বের ক‌মি‌টি বিলুপ্ত ক‌রে নতুন কার্য‌নির্বাহী ক‌মি‌টি গঠন করা হয়। এ‌তে সভাপ‌তি প‌দে মুহাম্মদ মুহিববুল্লাহ ছানুবী (‌দৈ‌নিক সংবাদ), সি‌নিয়র সহ সভাপ‌তি প‌দে কল্যাণ বড়ুয়া (‌দৈ‌নিক আজাদী), সহ-সভাপ‌তি গোলাম শরীফ টিটু, সাধারণ সম্পাদক প‌দে শাহ মুহাম্মদ শ‌ফি উল্লাহ (‌দৈ‌নিক ই‌ত্তেফাক), যুগ্ম সম্পাদক আবু বক্কর বাবুল (‌দৈ‌নিক যুগান্তর), সাংগঠ‌নিক সম্পাদক মিজান বিন তা‌হের (‌দৈ‌নিক মানবকন্ঠ), কোষাধ্যক্ষ শি‌ব্বির আহমদ রানা (দৈ‌নিক ভো‌রের দর্পণ, ডেইলি বাংলাদেশ টুডে), সা‌হিত্য সম্পাদক সাইফী আ‌নোয়ারুল আ‌জিম (দৈ‌নিক আজ‌কের চট্টগ্রাম), প্রচার সম্পাদক তাফহীমুল ইসলাম (দৈ‌নিক ভো‌রের ডাক), দপ্তর সম্পাদক মুহাম্মদ রিয়াদুল ইসলাম (‌দৈ‌নিক যায়যায় দিন), কার্য নির্বাহী স‌দস্য অনুপম কুমার দে (‌দৈ‌নিক পূর্ব‌কোণ), দিলীপ কুমার তালুকদার, অধ্যাপক মোহাম্মদ ই‌লিয়াছ (‌দৈ‌নিক ই‌ত্তেফাক), আবদুল জব্বার (‌দৈ‌নিক সংগ্রাম), প্রকাশ বড়ুয়া (দৈ‌নিক দেশ বর্তমান), আফনান চৌধুরী (দৈ‌নিক গনকন্ঠ)।

আরও খবর

Sponsered content