প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৪ , ৭:৩৩:২৮ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে মোরেলগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। রোববার (১৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার বারইখালী তুবা কমিউনিটি সেন্টার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেয়ে শিশু ও কিশোরিদের বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী ক্ষমতায়ন বিষয়ক প্রকল্প বাল্যবিবাহ মুক্ত মোরেলগঞ্জ বাস্তবায়নের লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও নানা আলোচনা করেন, মোরেলগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রগ্রাম ম্যানেজার, তপন কুমার মন্ডল, এসময় মোরেলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,মশিউর রহমান মাসুম,এইচ এম শহিদুল ইসলাম, রাজীব আহসান রাজু,শামীম আহসান মল্লিক, গণেশ পাল,ফজলুল হক খোকন,এম. পলাশ শরীফ,মাহবুবুর রহমান,রমিজ উদ্দিন,মোঃনাজমুল, এখলাস শেখ, মো. রফিকুল ইসলাম,শেফালি আক্তার রাখীসহ উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোরেলগঞ্জ এপি, এরিয়া প্রগ্রাম অফিসার, মিলিতা সরকার,(ইন্টার্ন )নন্দিতা রিছিল,ও মাসুদা আক্তার। এ সময় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তপন কুমার মন্ডল বলেন, বিশ্বে বাল্যবিবাহের দিক থেকে বাংলাদেশ তৃতীয় তম অবস্থানে রয়েছে, ভৌগিলিক কারণে পিছিয়েপড়া জনোগোষ্ঠীর মধ্যে বাংলাদেশের বাল্যবিবাহ ও মাধ্যমিক শিক্ষা থেকে মেয়ে শিশুদের ঝরে পড়ার হার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় তুলনামুলক বেশি।তাই এই হার হ্রাস করার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে তৃনমুল পর্যায়ে কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,তিনি আরো বলেন, ,মানুষের সচেতন করার অন্যতম মাধ্যম হচ্ছে গণমাধ্যম।
এই গণমাধ্যম সাংবাদিকদের মাধ্যমেই কার্যকর হয়ে উঠে। তাই সাংবাদিকরা বাল্যবিবাহ প্রতিরোধ ও মেয়েরা ঝড়ে পড়া রোধে সাংবাদিকদের কাছ থেকে আরো বেশী প্রচার-প্রচারণার আহবান জানান তিনি। এছাড়াও সভায়,বাল্যবিবাহ নিরোধ বিধিমালা, জেন্ডার সমতা, শিশু অধিকার বিষয়ে নিজেদের মাধ্যে মতামত ও ননানাবিধ আলোচনা করেন সাংবাদিকরা।