বাংলাদেশ

মেট্রোরেল কবে চালু হচ্ছে জানালেন সচিব

  প্রতিনিধি ২০ আগস্ট ২০২৪ , ৩:৪৩:০৩ প্রিন্ট সংস্করণ

মেট্রোরেল কবে চালু হচ্ছে জানালেন সচিব
ফাইল ছবি

মেট্রোরেলের কর্মচারীরা নিজ নিজ কাজে আজ মঙ্গলবার (২০ আগস্ট) যোগদান করেছেন। ফলে আগামী রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক জাতীয় প্রেস ক্লাবের মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। এ সময় সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান সচিব। পাশাপাশি তিনি এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় মেট্রোরেলের দুটি স্টেশনে ভাঙচুর হলে ১৮ জুলাই থেকে এর কার্যক্রম স্থগিত রাখা হয়। 

আরও খবর

Sponsered content