প্রতিনিধি ২০ আগস্ট ২০২৪ , ৭:২৪:০৮ প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভায় আওয়ামীলীগ সমর্থিত মেয়র দেওয়ান আবুল বাশার বাদশাকে শেল্টার দিয়ে এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
সরকারিভাবে কাঞ্চন পৌরসভা ও তারাব পৌরসভার মেয়রসহ সারাদেশের মেয়রদের স্বস্ব পদ থেকে অব্যাহতি দেয়। সরকারি নির্দেশনা উপেক্ষো করে কয়েকজন বিএনপি নেতাকর্মী মিলে দেওয়ান আবুল বাশার বাদশাকে কাঞ্চন পৌরসভায় মেয়রের চেয়ারে বসান বলে অভিযোগ করে স্থানীয়রা। সোমবার উপজেলার বেলা ১২ টার দিকে কাঞ্চন পৌরসভায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামীলীগের প্রচারণায় অংশ নেওয়ায় দেওয়ান আবুল বাশার বাদশাকে কাঞ্চন পৌর বিএনপির সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। পরে দেওয়ান আবুল বাশার বাদশা আওয়ামীলীগে যোগ দেন। পরে চলতি বছরের ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী দেওয়ান আবুল বাশার মেয়র পদে বিজয়ী হন। গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দেওয়ান আবুল বাশার বাদশা পলাতক ছিল।
সোমবার বেলা ১২ টার দিকে নবনির্বাচিত কাউন্সিলর দেওয়ান আশরাফুল বাদশার নেতৃত্বে কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান ও কাঞ্চন পৌর যুবদলের সদস্য সচিব কোহিনুরসহ বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আর্থিক যোগসাজসের মাধ্যমে দেওয়ান আবুল বাশার বাদশাকে শেল্টার দিয়ে কাঞ্চন বাজারে মহড়া দেয়।
সরকারিভাবে কাঞ্চন পৌরসভা ও তারাব পৌরসভার মেয়রসহ সারাদেশের মেয়রদের স্বস্ব পদ থেকে অব্যাহতি দেয়। সরকারি নির্দেশনা উপেক্ষো করে কয়েকজন বিএনপি নেতাকর্মী মিলে দেওয়ান আবুল বাশার বাদশাকে কাঞ্চন পৌরসভায় মেয়রের চেয়ারে বসান বলে অভিযোগ করে স্থানীয়রা।