ঢাকা

সাভারে কারখানার কাপড় চুরির অভিযোগে গ্রেফতার ৫

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২০ , ৭:০৩:১৫ প্রিন্ট সংস্করণ

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে তৈরি পোশাক কারখানায় ফেবিক্স চুরি করার অভিযোগকে ওই কারখানার ৫কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তার ৫ কর্মকর্তাকে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এরআগে ভোর রাতে সাভার পৌর এলাকার উলাইল কর্ণপাড়া মহল্লার প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই পোশাক কারখানার গ্রেফতার পাঁচ কর্মকর্তা হচ্ছেন, ষ্টোর ইনচার্জ মেহেদী হাসান (২৬), কো অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান (৩১), সিকিউরিটি ইনচার্জ মশিউর রহমান (৪৭), সিকিউরিটি সুপার ভাইজার এরশাদ মোল­্যা (২৫), ও ষ্টোর সহকারী আকবর হোসেন (৪০)। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: সাইফুল ইসলাম জানান, ভোর রাতে ওই পাঁচ কর্মকর্তা ওই কারখানায় মজুদ রাখা প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিন টন ফেবিক্স চুরি করে কারখানার মুল ফটক দিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কারখানা কতৃপক্ষের সন্দেহ হলে পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেবিক্স চুরি করার অভিযোগে পাঁচজনকে আটক করে, মামলা দিলে তাদের গ্রেপ্তার দেখিয়ে অঅদালতে পাঠায় পুলিশ। এঘটনায় কারখানার ম্যানেজার মনিরুল ইসলাম বাদি হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by