প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৪ , ৫:৫৬:৪৬ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি এস এম কলেজ এর অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমানের স্বেচ্ছায় পদত্যাগ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত ছাত্র ছাত্রীরা দুপুরে নব্য ঋষি বাস স্ট্যান্ড অবরোধ করেন তিন ঘন্টা ব্যাপী অবরোধে পরিবহন সহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
এক পর্যায়ে সেখান থেকে মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে এসে তাদের দাবি পেশ করেন। তাদের চাপের মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান তাদের কথা শোনেন এবং তাদেরকে আশ্বাস প্রদান করেন অধ্যক্ষের পদত্যাগ করে দেবে। তার আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা পুনরায় কলেজে ফেরত যান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে এর অধ্যক্ষ হাফিজুর রহমান পদত্যাগ করতে বাধ্য হন। এবং যতক্ষণ পর্যন্ত তরকারিভাবে অধ্যক্ষ না আসে ততক্ষণ পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কলেজ পরিচালনার দায়িত্ব প্রদান করেন।
ছাত্রদের আরও অভিযোগ আসে আন্দোলনরত ছাত্রদের মধ্যে আলামিন গাজী নামে একজন ছাত্রকে কলেজ কর্তৃপক্ষ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার ব্যবস্থা করেন। এবারে কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন যে তাকে কোন মারধর করা হয় নাই। শুধু ধমকানো হয়েছে।