আন্তর্জাতিক

ড. ইউনূসকে ইউএই প্রেসিডেন্টের শুভেচ্ছা, সহযোগিতায় আগ্রহ প্রকাশ

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৪ , ৬:৩৪:১০ প্রিন্ট সংস্করণ

ড. ইউনূসকে ইউএই প্রেসিডেন্টের শুভেচ্ছা, সহযোগিতায় আগ্রহ প্রকাশ
ছবি: সংগৃহীত

ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্বে নিয়োগ পাওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।

শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেছেন, ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে সমৃদ্ধি আসবে। তিনি দুই দেশের স্বার্থ রক্ষায় এবং জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ভবিষ্যতে সহযোগিতা করতে আগ্রহী।

অধ্যাপক ইউনূস ইউএই প্রেসিডেন্টের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি ইউএইর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভ কামনা করেন এবং দুই দেশের শক্তিশালী সম্পর্কের ওপর ভিত্তি করে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

সূত্র: খালিজ টাইমস

আরও খবর

Sponsered content