প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৪ , ৪:৪৮:৫১ প্রিন্ট সংস্করণ
নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন বাজারে পথসভা করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার এম ইউসুফ আলী।
শুক্রবার রাতে উপজেলার দূর্গাপুর, পাকুরিয়া ও বড়িয়া বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন তিনি।
ব্যারিস্টার ইউসুফ আলী বলেন, হিন্দুরা আমাদের ভাই। সংখ্যালঘু বলে যারা তাদেরকে ছোট করেন তারা অন্যায় করেন। হিন্দু এবং মুসলমান আমাদের এই মাটিতেই জন্ম, এই আলো-বাসাতে বেড়ে উঠেছি, এই মাটিরই ধান আমরা খাই। সুতরাং তাদের রক্ত আমাদের রক্ত এবং তাদের আর আমাদের কালচার এক এবং অভিন্ন। হিন্দু আমার ভাই তাকে আমরা বুকে জড়িয়ে ধরে রাখবো। কিন্তু যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
পথসভায় বক্তব্য দেন ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, ১নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য আবদুল আলীম খাজা, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শের আলী, ইউনিয়ন যুবদলের নেতা টিপু সুলতান, চৌগ্রাম ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক এমদাদুল হক মিলন প্রমুখ।