প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৪ , ৫:০৬:০৪ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুরে “গুণগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন কৌশল ও এর ব্যবহার” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) ঈশ্বরদীর বাস্তবায়নে চামটিয়া জন্তিপুর মসজিদ মাঠ চত্বরে কৃষকদের সাথে আলোচনা সভা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এসময় (বিএসআরআই) প্রকল্প পরিচালক, পিডিএস প্রকল্প ড. মো. ইমাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বিএসআরআই) মহাপরিচালক ড. ফেরদৌসী ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ জিএম (কৃষি) আসহাব উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নিলুফার ইসলাম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মুনির হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা আলী নেওয়াজ, (বিএসআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা, লালপুর উপজেলা কৃষি অফিসার প্রিতম কুমার হোড়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহান প্রমুখ।