দেশজুড়ে

রায়পুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড ও ড্রেজার আটক 

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩:০৭:৩৮ প্রিন্ট সংস্করণ

রায়পুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড ও ড্রেজার আটক 

লক্ষ্মীপুরের রায়পুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার এর নির্দেশনায় এবং রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইমরান খানের তত্ত্বাবধানে ড্রেজার  দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করেছেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

পুলিশ, ছাত্র প্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঙ্গলবার দিনরাত রায়পুর উপজেলাধীন ০২ নং উত্তর চরবংশী ইউনিয়নের চান্দার খাল ফিশারী গেইট, সাজু মোল্লার ঘাট, জালিয়ার চর এবং মেঘনা বাজার সংলগ্ন এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে এই মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে ১১টি ড্রেজার মেশিন ও প্রায় ৪ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়। এসময় সোহেল সর্দার (৪৫) নামক একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫ ধারায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। 

উল্লেখ এর আগেও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ বেশ কয়েকবার ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে কয়েক জন অবৈধ বালু উত্তোলনকারিকে অর্থদন্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট শাহেদ আলম বলেন,অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে উপকূলীয় এলাকার জনজীবন এখন হুমকির মুখে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

আরও খবর

Sponsered content