প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৫৮:২২ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়নে বীমা সম্পর্কিত দক্ষতা বৃদ্ধি ও শিখন মুলক সভা অর্নুষ্ঠিত হয়েছে । মাল্টি এক্টর প্ল্যাটফর্ম ম্যাপ এর ম্যাপ এর আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা আ্যওসেড উদ্যোগে রবিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের হলরুমে ম্যাপ কমিটির সিনিয়র কো কনভেনার সাংবাদিক সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত কমিটির ত্রৈমাসিক সভায মূল প্রবন্ধ বিষয় ভিত্তিক আলোচনা করেন আ্যওসেডের ডেপুটি ডিরেক্টর হেলেনা খাতুন।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাগেরহাটের উপ পরিচালক মো. রুহুল আমিন ,জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রেশন) মোল্লা হুমায়ুন কবির, কমিটির কো কনভেনার সাংবাদিক আলী আকবর টুটুল, সদস্য ইসরাত জাহান এস এম রাজ,হাসিবুর রহমান, সোহাগ হাওলাদার, কাকলি সরকার আ্যওসেড ফিল্ড সুপারভাইজার লাবণ্য হালদার, লার্নিং এডভোকেসি অফিসার বাহারুল আলম প্রমুখ ।
বাগেরহাটে জলবায়ু পরিবর্তনে পরিবর্তন ক্ষতি মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক ভাবে এডভকেসির মাধ্যমে আর্থিক ক্ষতির সমাধান করাই প্রকল্পের মূল লক্ষ ভুলে ভক্তরা দাবি করেন। আর তার ধারাবাহিকতায় জেলা পর্যায়ের বাগেরহাট ম্যাপ ( MAP) কমিটির সভা অনুষ্ঠিত হয়।