প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৪৬:৫৭ প্রিন্ট সংস্করণ
শরণখোলায় সনাতন ধর্মালম্বীদের আসন্ন শ্রী শ্রী দুর্গা পূজা মন্ডপ পাহারা দেবে জামায়াত-শিবির নেতা কর্মীরা। এ জন্য দলটি উপজেলায় মন্দিরভিত্তিক ১৯টি স্বেচ্ছাসেবক দল গঠন করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা শাখা আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির বলেন, হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গা পূজায় জামায়াতের নেতাকর্মীরা তাদের মন্ডপের নিরাপত্তায় দিবারাত্রি পাহারা দেবে। এ লক্ষ্যে শরণখোলায় ১৯টি দুর্গা মন্ডপে প্রতিটির জন্য জামায়াত শিবিরের নেতাকর্মীদের নিয়ে ২০ সদস্য করে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। ১০জন করে সদস্য পালাক্রমে মন্দির পাহারায় নিয়োজিত থাকবে বলে জামায়াতের আমীর জানিয়েছেন।
শরণখোলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাস বলেন, এ বছর শরণখোলা উপজেলায় ১৯টি দুর্গা মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। আগামী ১০ অক্টোবর সপ্তমীর দিনে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এ জন্য মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়েছে বলে পূজা উদযাপন পরিষদের সভাপতি জানিয়েছেন।