ঢাকা

জুলাই বিপ্লবে নারীদের ওপর হামলার বিচার দাবিতে সমাবেশ

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ৫:২৬:৫৯ প্রিন্ট সংস্করণ

জুলাই বিপ্লবে নারীদের ওপর হামলার বিচার দাবিতে সমাবেশ

জুলাই মাসে নারীদের ওপর হামলায় জড়িতদের বিচার চেয়ে সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নারী শিক্ষার্থীরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই সমাবেশ করেন। এতে আন্দোলনে আহত নারী শিক্ষার্থীরা বক্তব্য দেন।

বদরুন্নেসা কলেজের আয়েশা সিনথিয়া নামের এক শিক্ষার্থী বলেন, ১৫ জুলাই মেয়েদের ধরে লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়েছে। দুই বাসের মাঝে পেটাতে পেটাতে আমাকে বলা হলো- তুই কেন আন্দোলনের মাঝে থাকলি?

এই শিক্ষার্থী বলেন, সেই ফ্যাসিস্টের দোসররা আমাদের সাথে একই টেবিলে একই ক্লাসে বসবে, তা আমরা মেনে নিতে পারি না৷ আমার চোখের সমস্যা হচ্ছে, এখনো আমার চিকিৎসা নিতে হচ্ছে, সবসময় ওষুধের বস্তা নিয়ে ঘুরতে হয়। প্রশাসন কেন নিশ্চুপ?। একটি দৃষ্টান্ত স্থাপনের জন্য হলেও তাদের শাস্তি হতেই হবে।

শিক্ষার্থী তানজিনা তামরিন হাফসা বলেন, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, সামনে যেন আর কোনো শক্তি এমনটা করার শাস্তি না পায়। যেসব ডকুমেন্টস আপনাদের কাছে আছে সেগুলো উন্মুক্ত করুন। নারীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন।

ইডেন মহিলা কলেজের মেহেরুন্নিসা নীলা বলেন, টোকাই লীগ, খুনি লীগ কী করে, আপনারা বলেন। তারা যেভাবে হামলা করেছে তারা তো খুনি লীগ। হামলাকারীরা বুক ফুলিয়ে ক্লাসে আসছে, আমাদের সাথে বসছে, এটা মেনে নেওয়ার মতো না।

আব্দুল হান্নান মাসুদ সমাপনী বক্তব্যে বলেন, আমাদের বোনেরা আজকে আবার দাঁড়িয়েছেন বিচার চাইতে। এটা আমাদের জন্য জাতিগত লজ্জার। দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন কী করছে? তারা হামলাকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তারা একটি মামলা পর্যন্ত দায়ের করতে পারেনি। যারা হামলাকারী তাদের সাথে আমরা ক্লাস করতে প্রস্তুত না।

এই শিক্ষার্থী আরও বলেন, আমরা বোনদের কাছে ক্ষমাপ্রার্থী, একটি কমিশন গঠন করে যেন অতি দ্রুত দায়ীদের আইনের আওতায় আনা হয়। যারা হামলাকারী তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে।

আরও খবর

Sponsered content