আইন-আদালত

সংঘর্ষের ঘটনায় দুই মামলায় জামায়াতের ৪০ অনুসারী গ্রেপ্তার

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ৮:০১:৩৯ প্রিন্ট সংস্করণ

দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংর্ঘষের ঘটনায়
কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। পুলিশ বাদি হয়ে দায়েরকৃত মামলায় ৬৫জনের নাম উল্লেখ করে আড়াইশ জনকে আসামী করা হয়েছে।

আজ বুধবার (১৬ আগস্ট) নগরীর কোতোয়ালী থানায় মামলা দুটি দায়ের করা হয়। মামলা দুটির মধ্যে একটি বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারা এবং আরেকটিতে দন্ডবিধি আইনের ১৪৩, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ১৮৬, ১৮৯ ধারা উল্লেখ করা হয়েছে। এরমধ্যে ৪০ জনকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, মঙ্গলবার বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চত্বরে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াত নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে আটক ৪০ জন জামায়াত শিবিরের উশৃঙ্খল কমীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by