প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৪১:১৩ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুরে যুব প্রশিক্ষণ কেন্দ্র নাটোর কতৃক তিন মাস মেয়াদী গবাদি পশু,হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপণী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে লালপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মাইদুল হাসানের সভাপিতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) হামিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে.এম আব্দুল মতিন, সহকারী পরিচালক সাহাবুদ্দীন সরদার, মখলেছুর রহমান, লালপুর উপজেলা য্বু উন্নয়ন কর্মকর্তা আব্দুর সবুর।
অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সটাক্টর (মৎস্য) বদিউজ্জামান,প্রশিক্ষক (পশুপালন) শারমিন সোহানা প্রমুখ।