দেশজুড়ে

হাটহাজারীতে প্রধানমন্ত্রীর উপহার ‘ঘর’ পেল ছয় ত্রিপুরা পরিবার

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২০ , ৭:৪৬:৪৩ প্রিন্ট সংস্করণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারী উপজেলার মনাই ত্রিপুরা পাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে জরাজীর্ণ ঘরে বসবাসকারী ৬ পরিবার পেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৬টি নতুন পাকা ঘর। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন ত্রিপুরা পল­ীর বাসিন্দা মোহন ত্রিপুরা, খড়িয়া ত্রিপুরা, রাধারাম ত্রিপুরা, বানী কুমার ত্রিপুরা, শচীরং ত্রিপুরা এবং রবিন ত্রিপুরার নিকট তাদের ঘরের চাবি হস্তান্তর করেন। জানা যায়, অনেক দিন ধরে পাহাড়ের পাদদেশে জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিল হতদরিদ্র এসব পরিবার। কোনো ঘরের চালা আর কোনো ঘরের বেড়া না থাকাই জরাজীর্ণ এসব ঘরে শীতের দিনে ঠান্ডা কনকনে হাওয়া আর বর্ষায় ঝড়-বৃষ্টিতে ভিজে দিনের পর দিন কাটিয়েছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই পরিবারগুলো। নূন্যতম নাগরিক সুযোগ-সুবিধা না পাওয়া পরিবারগুলো আজ সব কিছু পেয়েছেন। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন এর প্রচেষ্টায় রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, টয়লেট, টিউবয়েল, সোলারসহ সব ধরনের নাগরিক সুবিধা আজ তাদের দোর গোড়ায় পৌছে গেছে। নতুন পাকা ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে রাধারাম ত্রিপুরা বলেন, আজ আমরা শান্তিতে ঘুমাতে পারছি। ঘর পেতে কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়নি উলে­খ করে রবিন ত্রিপুরা মাননীয় প্রধানমন্ত্রীর এ ব্যাতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান। এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, মনাই ত্রিপুরাই বর্ষা মৌসুমে পাহাড় ধ্বসের ভয়াবহ ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৬ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৬টি ঘর উপহার দেওয়া হয়েছে। প্রতিটি ঘরের জন্য ২ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়। য়েখানে প্রতিটি ঘরে ১০ ফিট বাই ১০ ফিট দুইটা রুম, একটা টয়লেট এবং একটা কিচেন রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by