চট্টগ্রাম

হাটহাজারীতে পৌর বিএনপির সাথে মত বিনিময় করেন পূজা উদযাপন পরিষদ

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৪ , ৬:৪০:১৮ প্রিন্ট সংস্করণ

হাটহাজারীতে পৌর বিএনপির সাথে মত বিনিময় করেন পূজা উদযাপন পরিষদ

হাটহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকালে পৌরসভা একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সদস্য সচিব উজ্জ্বল দত্ত এর পরিচালনায় হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অশোক কুমার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ জাকের হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন প্রতিটি পূজা মন্ডপে যাতে স্বেচ্ছাসেবীগন সজাগ থাকেন। কোন সমস্যা হলে যাতে কেউ আইন হাতে তুলে না নেন। বরং আইন শৃংখলা বাহিনীকে খবর দেন।পূজায় নামাজের সময় সাউন্ড সিস্টেম বাজানো বন্ধ রেখে সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে। সুশৃংখল পরিবেশে প্রতিমা বিসর্জনের পর্বও পালন করতে হবে।সবার মধ্যেই ধর্মীয় অবেগ রয়েছে। কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদেরকে সচেতনতা অবলম্বলন করতে হবে।শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্নভাবে পালিত হবে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এছাড়াও পৌরসভার বিএনপির পক্ষ হতে দুর্গাপূজাকে সুন্দর ও উৎসবমুখর করে তোলতে বিশেষ কর্মসূচী পালন করা হবে।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এম,এ শুক্কুর,হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোঃ নুরুল আলম,হাটহাজারী পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান দৌলত,যুগ্ম আহবায়ক এডভোকেট রিয়াদ, যুগ্ম আহবায়ক সাহেদুল আজম সাহেদ,হাটহাজারী পূজা উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক বাবলু দাশ,হাটহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক মীর্জা এমদাদ, হাটহাজারী উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মীর্জা এরশাদ, হাটহাজারী পৌরসভা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম চৌধুরী রকি,সদস্য সচিব সাহেদ খান,হাটহাজারী শ্রমিক দলের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক কামাল, পৌরসভা মহিলা দলের সভাপতি পারবিন জাহান, দিদারুল আলম যুগ্ম আহবায়ক হাটহাজারী পৌরসভা যুবদল, যুগ্ম আহবায়ক ফোরকান টুটুল,শিমুল নাথ, বিজয় দক্ত,শিবু রাম, কৃষ্ণ দে,এডভোকেট সুজন চৌধুরী,যুগ্ম সম্পাদক হাটহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদ,রিপন নাথ প্রমুখ।

আরও খবর

Sponsered content