সিলেট

‘হিন্দু গ্রামে হামলার প্রধান আসামি স্বাধীন যুবলীগের কেউ না’

  প্রতিনিধি ২০ মার্চ ২০২১ , ৮:৩৮:০৬ প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার প্রধান আসামি নাচনী গ্রামের ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীন (৫০) যুবলীগের কেউ না বলে দাবি করা হয়েছে।

শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের রমিজ বিপণির জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নোয়াগাঁও গ্রামে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী হামলার সঙ্গে জড়িত শহিদুল ইসলাম স্বাধীন নামে জনৈক ব্যক্তি যুবলীগের কোনো সাংগঠনিক ইউনিটের সঙ্গে জড়িত ছিলেন না বা নেই। ২০০৭ সালের পর থেকে দিরাই ও শাল্লায় যুবলীগের কোনো সংগঠনিক কমিটি নেই। তাই যারা শহিদুল ইসলামকে যুবলীগের নেতা বলে প্রচার করছেন, সেটা সঠিক নয়। এটা মূল ঘটনাকে আড়াল করার ষড়যন্ত্র।

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সীতেশ তালুকদার মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীনকে গ্রেফতার করে পিবিআই সিলেট। স্বাধীন ছাড়াও ভাংচুর ও লুটপাটের ঘটনায় আরও ২২ জনকে গ্রেফতার করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by