চট্টগ্রাম

চট্টগ্রামে ইলিশসহ সামুদ্রিক মাছ জব্দ

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৪ , ৬:২৭:০৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ইলিশসহ সামুদ্রিক মাছ জব্দ

চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট থেকে ২০ কেজি মা ইলিশ মাছ ও পাহাড়তলী বাজার থেকে ১০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর। এসময় ৭০ কেজি রঙ মিশ্রিত লইট্ট্যা, ফাইস্যা মাছ এবং ৩০ কেজি পিরানহা জব্দ করা হয়। এছাড়া পাহাড়তলী বাজার থেকে ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এসময় সংশ্লিষ্টদেরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (১৩ অক্টোবর) ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ বাস্তবায়নের উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন ও মোঃ ফাহমুন নবী। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের মৎস্য জরিপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা রাহুল কুমার প্রাত এবং বাংলাদেশ নৌ-পুলিশের প্রতিনিধি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমুন নবী জানান, নগরীর বিভিন্ন ফিশারিঘাট, অবতরণ কেন্দ্র বাজারে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নগরীর ফিশারিঘাট এলাকা থেকে ৭০ কেজি রঙ মিশ্রিত লইট্ট্যা ও ফাইস্যা মাছ, ৩০ কেজি পিরানহা ও ২০ কেজি মা ইলিশ মাছ এবং পাহাড়তলী মাছ বাজার থেকে ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ওই বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। রঙ মিশ্রিত মাছগুলি বিনষ্ট করা হয় এবং বাকি জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content