দেশজুড়ে

বন্যা ২ দিনে চলে যাবে আমরা এখনো সে রকম লক্ষণ দেখছি না: সেনা প্রধান

  প্রতিনিধি ১৯ জুন ২০২২ , ৭:২৭:৫৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

আজ রোববার সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদশ সেনাবাহিনীর উদ্ধার অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে সিলেট আসেন তিনি। এ সময় তিনি হাইটেক পার্ক এলাকায় আশ্রয় নেওয়া বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

সেনা প্রধান বলেন, ‘এমন একটা বিপর্যয়ের জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। এটা বহু বছরের রেকর্ড ভঙ্গ করেছে। এ বিপর্যয় এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যেটা কাটিয়ে উঠতে আমরা সবাই সর্বাত্মকভাবে চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী শুধু নয়, সরকারের সমস্ত অর্গান সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি যে সেনা মোতায়েন করা হয়েছে তারা যে কষ্ট করে দুর্গম এলাকায় গিয়ে পানিবন্দি মানুষকে উদ্ধার করা, খাবার ও চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছেন তা দেখতে। এছাড়া তাদের আর কী সহযোগিতা আমি সেনাসদর থেকে করতে পারি, যাতে করে এই অপারেশন আরও সুন্দর ও সাফল্যমণ্ডিতভাবে করতে পারে।’

আরও খবর

Sponsered content

Powered by