প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৪ , ৫:৫৮:৩৩ প্রিন্ট সংস্করণ
মাদকের বিরুদ্ধে সচেতনত গড়ে তুলি এই প্রতিপাদ্যকে ধারণ করে তারুণ্যের মোরেলগঞ্জের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় মোরেলগঞ্জ এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
স্বাগতিক মিজান খান ক্রীড়া একাডেমি ও একতা যুব ক্রীড়া সংঘ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলাটি নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে একতা যুব ক্রীড়া সংঘ প্রথম ৩টি শটে তিনটি গোল পায় এবং মিজান খান ক্রীড়া একাডেমী প্রথম ৩টি শর্টে কোন গোল না পেলে ৩-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে একতা যুবক ক্রীড়া সংঘ। একতা যুবক ক্রীড়া সংঘ হয়ে গোল করেন মো. রাজু,মো. এখলাস,মো. হাসান।
এ সময় এই আয়োজনে সভাপতিত্ব করেন মিনহাজুল আবেদিন সম্পদ তিনি বলেন বর্তমানে মাদক অথাৎ নেশা ছড়িয়ে যাচ্ছে সমাজের প্রতিটা শ্রেণীর মানুষের মধ্যে তাই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ছাড়া বিকল্প কোন পথ নেই। তাই আমাদের উচিত খেলাধুলার জন্য মাঠের সংখ্যা বাড়ানো এবং আমাদের যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনা আর এটাই আমাদের লক্ষ। সবশেষে খেলা আয়োজককারী’রা চ্যাম্পিয়ন ও রানার্সআপদের পুরস্কৃত করেন।