বরিশাল

জামিন পেলেন অভিযান-১০ লঞ্চের মালিক

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২২ , ৭:২৪:৩৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ঝালকাঠির সুগন্ধা নদীতে  এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া লঞ্চটির মালিক হামজালাল শেখকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম তার জামিন মঞ্জুর করেন। গত রোববার (৩০ জানুয়ারি) তার জামিন আবেদন করা হয়।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখকে প্রধান আসামি বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন এক আইনজীবী। এ মামলায় আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। একই দিন মামলাটি সংশ্লিষ্ট থানায় এজাহারভুক্ত করার আদেশ দেন বিচারক মাহবুব আলম। এর পরদিন (২৭ ডিসেম্বর) ঢাকার কেরানীগঞ্জ থেকে হামজালাল শেখকে গ্রেফতার করে র‍্যাব।

হামজালাল শেখের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, গত ২৬ ডিসেম্বর বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির। গত রোববার তার জামিনের আবেদন করলে আজ বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। ঢাকার বিশেষ আদালতে এই বিষয়ে অপর একটি মামলা রয়েছে। সেই মামলায় তিনি কারাগারে আছেন।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদী অতিক্রমকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায়  উদ্ধার হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এখন পর্যন্ত ৪৮ জনের মরদেহ এসেছে বরগুনায়। এ ঘটনায় বরগুনা, ঝালকাঠি ও ঢাকায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় লঞ্চের মালিকসহ পাঁচজন কারাগারে রয়েছেন।

Powered by