চট্টগ্রাম

বোয়ালখালীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৪ , ৩:৩৫:৩৯ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ক্রয় রসিদ সংরক্ষণ না করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নাদিম মাহমুদের নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশের একটি টিম।

বোয়ালখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দোকানে  পিঁয়াজের দাম ১০০ টাকা মূল্য তালিকায় থাকলেও ক্রেতাদের কাজ থেকে ১১০ থেকে ১১৫ টাকা নিচ্ছেন ব্যবসায়ীরা।এছাড়া বোয়ালখালীর বিভিন্ন জায়গায় দোকানে 

ডিমেরও বাড়তি দাম নেওয়া হচ্ছিল বলে জানা যায়। 

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন 

না করায় এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এবং ৪০ ধারায় ৪ ব্যবসায়ীকে ৮০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তিনি।

আরও খবর

Sponsered content