চট্টগ্রাম

বাঁশখালীতে অগ্নিকান্ডে ছয় বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৪ , ৪:২৮:০৬ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে অগ্নিকান্ডে ছয় বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ছয় বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। আহত হয়েছেন অন্তত চারজন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন। বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা ৮ নম্বর ওয়ার্ডের এমদাদ মিয়া পাড়ার নুর আহমদের বাড়ীতে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো- ওই এলাকার মৃত রফিক আহমদের পুত্র মো. হোসাইন প্রকাশ দুলা সাওদাগর, আবু শাকের, মো. সেলিম ও মৃত নুরুল ইসলামের পুত্র মো. ফেরদৌস, মো. জহির, মো. মাসুদ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ‘মো. হোসাইনের বসতঘর থেকে বিদ্যুৎতের শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অল্পসময়ের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে ছড়িয়ে পড়ে সর্বত্র। এতে টিনের ছাউনি, বেড়ার ও মাটির ছয়টি বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক বলে জানা যায়।

ক্ষতিগ্রস্থ পরিবারের একজন মো. হোসাইন জানান, ‘অগ্নিকান্ডের ঘটনায় আমার বোনের মেয়ের বিয়ের জন্য গচ্ছিত রাখা তিন লক্ষ সাত হাজার টাকাসহ নগদ পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা পুড়ে যায়। কোনো কিছুই রক্ষার সুযোগ হয়নি। আগামী মাসের ২০ তারিখে আমার ভাগিনির বিয়ের কথা ছিল।’

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিটডার নুরুল বাশার বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে রওয়ানা দিলেও কাছাকাছি গিয়ে সরু সড়কের কারণে ভেতরে প্রবেশ করতে পারিনি। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও খবর

Sponsered content