দেশজুড়ে

আলফাডাঙ্গায় আগুনে পুড়লো গরু ছাগল, দগ্ধ কৃষক 

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৪ , ৭:০৮:১১ প্রিন্ট সংস্করণ

আলফাডাঙ্গায় আগুনে পুড়লো গরু ছাগল, দগ্ধ কৃষক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় গোয়াল ঘরে আগুন লেগে একটি গরু ও দুইটি ছাগলের পুড়ে মারা গিয়েছে । এ সময় পশুগুলোকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন এক কৃষক।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ আনিচ কাজী (৪৮) ওই এলাকার মৃত ওসমান কাজীর ছেলে। জানা গেছে, আনিচ কাজীর গোয়ালঘরে দুইটি গরু ও দুইটি ছাগল বাঁধা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় মশা দূর করতে সেখানে কয়েল জ্বালিয়ে তিনি ও পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ গরু ছাগলের চিৎকারে জেগে উঠে আগুন দেখতে পান।

এসময় দ্রুত গরু ও ছাগলকে বাঁচাতে ছুটে যান কৃষক আনিচ কাজী। তিনি গোয়ালে ঢুকে গরুর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করেন। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও অন্যগুলোর বাঁধন আর খুলতে পারেননি। এতে একটি গরু ও দুইটি ছাগলের মৃত্যু হয়েছে। অপর গরুটি আগুনে ঝলসে গেছে। এসময় কৃষক আনিচ কাজীর শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যায়। পরে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সেইসঙ্গে আনিচ কাজীকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আজম খান বলেন, আনিচ কাজী একজন কৃষক।

অগ্নিকাণ্ডে তার একটি আট মাসের গর্ভবতী গাভী ও দুইটি ছাগলের মৃত্যু হয়েছে। এতে কৃষক পরিবারটির কমপক্ষে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো খবর পাইনি। তবে খোঁজ-খবর নিয়ে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহযোগিতা করার চেষ্টা করা হবে।

আরও খবর

Sponsered content