দেশজুড়ে

মোরেলগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে ৫ গ্রামের মানুষের মানববন্ধন

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৪ , ৫:১৭:১১ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে ৫ গ্রামের মানুষের মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ওয়ার্ড ইউপি মেম্বার আব্দুল অদুত খান ওরফে কাপ্তান অদুতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফুঁসে উঠেছে ৫ গ্রামের মানুষ। তার বাহিনী দ্বারা দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় মিথ্যা মামলা দিয়ে হয়রানী, তার দোকানে মাদক ব্যবসা, মারপিটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে ভূক্তভোগী পরিবারসহ স্থানীয়রা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

সোমবার বেলা ১১টায় রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা বাজারের এলাকাবাসীর আয়োজনে ব্যানারে এ মানববন্ধনে ভূক্তভোগী পরিবারসহ স্থানীয় দুই শতাধিক নারী পুরুষ অংশ নেয়। পরে তারা আব্দুল অদুত খান তার দোষরদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন।

ইউনিয়ন পরিষদের মাঠে আয়োজিত প্রতিবাদ সভা থেকে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে সাবেক এ ইউপি মেম্বার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল অদুত খান টানা ৩ বারে ইউপি সদস্য থাকার সুবাদে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি, একাধিক পরিবারকে করেছে বাড়ী-ঘর ছাড়া, ২০০৭ সালের তৎকালীন ৪০ দিনের কর্মসৃজন কাজের শ্রমিকদের ১ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ছোট কুমারখালী গ্রামের মোনতেজ মোল্লাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে।

তারই আপন ছোট বোন গড়ঘাটা গ্রামের ফরিদা বেগমকে পৈত্রিক জমিজমা না দিয়ে আত্মসাত করেন। শাহদাৎ হোসেন, রফিকুল ইসলাম মোল্ল মোনতেজ মোল্লাসহ এ রকম একাধিক পরিবারকে মামলা দিয়ে হয়রানী করে বাড়িঘর থেকে বিতাড়িত করেছে। এছাড়াও তার বাহিনী দ্বারা রামচন্দ্রপুর, গড়ঘাটা, ছোট কুমারখালী, ঝিলবুনিয়া, কামলাসহ কয়েকটি গ্রামে মাদক সিন্ডিকেট তৈরী করে যুব সমাজকে ধ্বংসের পথে দাড় করিয়েছে।

ইউপি মেম্বার অদুত খান ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন প্রতবাদ সভা থেকে বক্তারা।

আরও খবর

Sponsered content