বরিশাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের নামে অপপ্রচার, এলাকাবাসীর বিক্ষোভ

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২০ , ৭:৫৩:৪৭ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী সদর উপজেলাধীন ৫নং কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া ক্রোকমহল গ্রামের মৃত মৌজে আলী মৃধার ছেলে আবুল হাসেম মোহাম্মদ ছালেহ ওরফে বাদশা মিয়া (৬৫) ১৯৭৪ সালের ২৬ অক্টোবর ৫২নং ক্রোকমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার যোগ্যতা বলে যোগদান করেন এবং ২০১৪ সালে সুনামের সাথে অবসরগ্রহণ করেন। কিন্তু বর্তমানে ২৭.৭.২০২০ ইং তারিখ মো. জামাল হাওলাদার (৩০) পিতা হাসেম হাওলাদার তার নিজ নামীয় ফেসবুক আইডি দিয়ে আবুল হাসেম মোহাম্মদ ছালেহ ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকুরী করেছে বলে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার ও মিথ্যা তথ্যটি আবুল হাসেম মোহাম্মদ ছালেহ এর ছেলে মো. কাওসার আহমেদের ফেসবুকে দেখতে পান এবং বিষয়টি তার সম্মান হানিকর মনে করে সে বাদী হয়ে ০২.৯.২০ইং তারিখ পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে জামাল হাং (৩০), হাসেম হাং (৭২) ও জাকির হাওলাদার (২৪) কে আসামী করে একটি সি.আর মামলা দায়ের করেন। যার মামলা নং-৫৪৭/২০। এদিকে এলাকাবাসী তাদের প্রিয় শিক্ষক আবুল হাসেম মোহাম্মদ ছালেহ এর নামে মিথ্যা প্রচারণা করায় গতকাল বিকেলে ৫২নং ক্রোকমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

আরও খবর

Sponsered content

Powered by