দেশজুড়ে

বাগেরহাটে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৪ , ৭:১৫:১৩ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বাগেরহাটে আন্ত. ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সভাকক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পি,এফজি) বাগেরহাট সদর এর আয়োজনে ওএমআইপিএস প্রকল্প দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পিএফজি সদর কো-অডিনেটর এস কে এ হাসিবের সভাপতিত্বে ও টি এইচ পি এরিয়া কর্ডিনেটর রাজু জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক এস এম মনিরুজ্জামান।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিএসপির রিজিওনাল কো-অর্ডিনেটর মাসুদুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মস্তফা গিয়াস উদ্দিন ,মহিলা অধিদপ্তর এর প্রোগ্রাম অফিসার সাহেলা পারভীন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান ,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্ত মো. সোহরাব হোসেন ,সাংবাদিক ইয়ামিন আলী প্রমুখ।

সংঘাত নয় শান্তি ,সম্প্রীতির বাংলাদেশ চাই এই স্লোগান কে সামনে রেখে দি হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বাগেরহাট সদর উপজেলায় কার্যক্রম পরিচালনা করছেন ,তারই ধারাবাহিকতায় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গির্জার ফাদার সহ বিভিন্ন ধর্মীয় নেতা ,সুশীল সমাজ ,সাংবাদিক রাজনীতিবিদ সহ একাধিক ব্যক্তিবর্গ।

উক্ত কর্মশালায় ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের অ্যাম্বাসেডর ও জাতীয়তাবাদী মহিলা দলের বাগেরহাট জেলা শাখার সভাপতি সাহিদা আক্তার।