প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৪ , ৪:০৮:১৫ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। মো. ইকবাল হোসেন শিকদারকে সভাপতি এবং মো. আসাদুল ইসলামকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন মো. রিয়াজুল ইসলাম (অফিস সম্পাদক), নাজমুল হক (বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক), ইব্রাহীম আলী (প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক), মো. শাওন সরদার (বায়তুলমাল সম্পাদক), মো. আরিফুল ইসলাম (দাওয়াহ সম্পাদক), মাঈন উদ্দিন (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), নাহিদ হাসান রাসেল (স্কুল বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক), মো. জুবায়ের আহমেদ (সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক), মো. মাসুম বিল্লাহ (আবাসন ও পাঠাগার সম্পাদক), শাহিন আহমেদ (ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক), মোহাম্মদ জাহেদ (এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক), এবং মো. সোহাগ আহমেদ (আইন সম্পাদক)।
১৫ জানুয়ারি ২০২৪ তারিখে এ কমিটি ঘোষণা করা হয়।এর আগে শুক্রবার (১১ অক্টোবর) রাতে মুঠোফোনে নিজেদের পরিচয়ের সত্যতা জানিয়েছেন সভাপতি ইকবাল হোসেন।