দেশজুড়ে

পাইকগাছায় আশ্রয়হীন মানুষের খাদ্য সরবরাহ অব্যাহত রাখার দাবী

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২০ , ৮:০৭:২১ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দ্রæত সংস্কার ও আশ্রয়হীন মানুষের খাদ্য সরবরাহ অব্যাহত রাখার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা পানি কমিটি ও ক্ষতিগ্রস্থ এলাকাবাসী আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়। এলাকাবাসীর পক্ষে শিক্ষক সুকৃতি মোহন সরকার সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, দ্বীপবেষ্টিত দেলুটী ইউনিয়নের ২০, ২০/১, ২১ ও ২২ নং পোল্ডারের ওয়াপদার বেড়িবাঁধ বিগত ৫০-৬০ বছরে সংস্কার করা হয়নি। ফলে বাঁধগুলো দূর্বল হয়ে পড়েছে। গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ৪টি পোল্ডারের বেড়িবাঁধ ভেঙ্গে ও উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে কোটি কোটি সম্পদ সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আশ্রয়হীন হয়ে পড়ে শত শত পরিবার। এখনো শতাধিক পরিবার বেড়িবাঁধের ওপর মানবেতর জীবন-যাপন করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দ্রæত টেকসই সংস্কার ও আগামী ফসল উত্তোলন পর্যন্ত আশ্রয়হীন মানুষের খাদ্য সরবরাহ অব্যাহত রাখার দাবী জানিয়ে এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড, সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশু হস্তক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্থ এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পানি কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, কেন্দ্রীয় পানি কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম, মীর জিল্লুর রহমান, কমরেড শেখ আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা কাজী তোকাররম হোসেন টুকু ও উত্তরণের আল-আমিন।

আরও খবর

Sponsered content

Powered by