প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৪ , ৩:২৬:১৪ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চোরাই গরুসহ চোর চক্রের সদস্য আলতাফ হোসেন সিফাতকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছোট বড় ৫টি গরু উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ ।
গ্রেফতারকৃত, আলতাফ হোসেন সিফাত হলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের খোরশেদ আলমের পুত্র।
বোয়ালখালীর থানা সূত্রে জানা যায়, আলতাফ হোসেন সিফাত গত( ২২অক্টোবর)সকালে ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অলি মেম্বারের বাড়ীর দৌলত মিয়ার গোয়াল ঘরে থাকা ১টি হালকা রঙের গাভী ও ১টি ছোট লাল রঙের (বকনা)বাছুর চুরি করে নিয়ে যায় আলতাফ উদ্দিন সিফাত।এ ব্যাপারে দৌলত মিয়া বোয়ালখালী থাকায় একটি গরু চুরির মামলা করার পর সিফাতকে গ্রেফতার করা হয়।
সিফাতকে গ্রেফতার করার পর তার কাছ থেকে আরও ৩টি বিভিন্ন আকৃতির গরু উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এর আগেও শাকপুরা ও গোমদণ্ডী ফুলতল এলাকায় অভিযান চালিয়ে গরু চোর চক্রের মূল হোতা মোহাম্মদ কালু ও সিরাজুল ইসলাম প্রঃবালি মিস্ত্রি এবং মোঃ বখতিয়ার আলমকে গ্রেফতার করা হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন,এ ব্যাপারে বোয়ালখালী থানায় তার বিরুদ্ধে পেনাল কোড,ধারা -৪৫৭/৩৮০ মামলা রুজু করা হয়েছে। আজ (২৭ অক্টোবর) রবিবার সিফাতকে আদালতে প্রেরণ করা হয়েছে। গরু চুরি রোধ ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।