দেশজুড়ে

বিজয়নগরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৪ , ৮:০৪:০৫ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭শে অক্টোবর (রবিবার) বিকাল ৪ঘটিকায় আমতলী বাজার মুকুল মার্কেটের উপর তলায় চান্দুরা ইউনিয়ন যুবদলের আয়োজনে নাজিম উদ্দিন এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ মাহফিল অনুষ্ঠিত হয়। চান্দুরা ইউনিয়ন যুবদল সভাপতি সোহাগ খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আলী হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আহবায়ক বিজয়নগর উপজেলা যুবদল মো. আইয়ূব খান আরিফ, বিজয়নগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ডাক্তার রফিকুল ইসলাম ও ছায়েদ খন্দকার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজল মিয়া, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ফরিদ মিয়া (মেম্বার), ভারপ্রাপ্ত সভাপতি ২নং চান্দুরা ইউনিয়ন বিএনপি আফজাল হোসেন আলমগীর, ও সাধারণ সম্পাদক হাজী আলী এমরান, সাংগঠনিক সম্পাদক ২নং চান্দুরা ইউনিয়ন বিএনপি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী রহমান, সাবেক সহ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল মো. মিলন মৃধা ও সাবেক সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম সোহান, সদস্য সচিব ২নং চান্দুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল মো. হুমায়ূন মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মো: কাদের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ২নং চান্দুরা ইউনিয়ন শ্রমিকদল মো. লিটন মিয়া, মোঃ রিপন সর্দার, সাবেক সহ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল নুরুল হক নিয়াজ, ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি পারভেজ মিয়া, মিঠু ইসলাম শাকিব, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোহাম্মদ তানভীর প্রমূখ।

এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বলেন, দীর্ঘ ১৬বছর আমরা স্বৈরাচারী নির্যাতনে শিকার। আমরা যারা দলে আছি তারা হচ্ছে ত্যাগী নেতা ও কর্মী। আমরা অনুপ্রবেশকারীদের কোন ভাবেই সুযোগ দেওয়া যাবে না। আওয়ামীলীগের মতো জনগণের সাথে বৈষম্য সৃষ্টি করে বিএনপিকে বিতর্ক করা যাবে না, আমাদের মধ্যেও কিছু মুনাফিক রয়েছে তাদের থেকেও সতর্ক থাকতে হবে।

আরও খবর

Sponsered content