ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২০

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৪ , ৭:৩৬:৫৮ প্রিন্ট সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২০

ঢাকা মহানগরীর (ডিএমপির) মোহাম্মদপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করেছে। অপরদিকে, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি বাসা থেকে যৌথ অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। 

২৯ অক্টোবর ২০২৪ তারিখ দিবাগত রাতে মোহাম্মদপুর থানা পুলিশ মোহম্মদপুরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে তিনজন সক্রিয় ডাকাত সদস্য, পাঁচজন পেশাদার ছিনতাইকারী ও তিনজন পেশাদার চোরকে গ্রেফতার করে। এছাড়া ডিএমপি অ্যাক্টে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ শিহাব হাওলাদার (২৫), ২। মো. শুভ (২৩), ৩। মো. আব্বাস মির (২৪), ৪। মো. রাকিব (২৩), ৫। মো. লিটন (১৮), ৬। মো. রানা (২৭), ৭। মো. রনি (২২), ৮। মো. ওমর ফারুক (২৯), ৯। মো. সালাউদ্দিন আহম্মেদ লিটন (৪৫), ১০। মো. আসাদ (২১), ১১। মো. তমাল হোসেন (২২), ১২। রবিন (২০) ও ১৩। নাহিদ (২১)।

অন্যদিকে ২৯ অক্টোবর ২০২৪ তারিখ দিবাগত রাত ০৩.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল যৌথ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প, ব্লক-জি, বাসা নং-৫০৮ এর ৪র্থ তলা থেকে ৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো ১। মো. হিরা (২৮), ২। মো. সজীব (১৪), ৩। মো. লিটন (৩১), ৪। মো. মিঠুন (৩০), ৫। মো. রাজু (৩০), ৬। মো. ইয়াছিন (২০) ও ৭। মো. মুন্না (২০)। এ সময় তাদের হেফাজত হতে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি এবং পাঁচটি চাপাতি উদ্ধার করা হয়। 

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content