দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ৩৫ টি গাছসহ গাঁজাচাষি গ্রেফতার

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৭:৫২:৪৬ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩৫টি গাঁজার গাছসহ রুহুল আমীন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী ও গাঁজাচাষীকে গ্রেফতার করেছে র‌্যাব। ছোট বড় বিভিন্ন উচ্চতার গাছগুলোর ওজন প্রায় ৭ কেজি । গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অনুপনগর গ্রামে  অন্য ব্যাক্তির নিকট থেকে বর্গা নেয়া জমিতে চাষ করা গাঁজা গাছ সহ রুহুল আমীনকে গ্রেফতার করা হয়। তিনি অনুপনগর বিশ্বাসপাড়া গ্রামের মো. নাইমুলের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেয়া চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প কমান্ডার এএসপি আজমল হোসেন জানান,গত মঙ্গলবার সন্ধ্র্যায় জমি বর্গা নিয়ে গাঁজা চাষের গোপন খবরে অনুপনগর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ৩৫টি গাঁজা গাছসহ জমি থেকে গ্রেফতার হয় মাদক ব্যবসায়ী ও গাঁজা চাষী রুহুল আমীন। প্রাথমিক জিজ্হাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ গাঁজা চাষে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা আজমল হোসেন।   

আরও খবর

Sponsered content

Powered by