ঢাকা

কোটালীপাড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল 

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৪ , ৭:৩৯:২৩ প্রিন্ট সংস্করণ

কোটালীপাড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস. এম. জিলানী’র ওপর হামলা ও দিদার হত্যা মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠন।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েক উজ্জামান শেখ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর অলিউর রহমান হাওলাদার, যুব দলের সদস্য সচিব মান্নান শেখ।

এ সময় অন্যদের মধ্যে- উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content