দেশজুড়ে

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, আহত ৩ আটক ৪

  প্রতিনিধি ১৯ মে ২০২০ , ৩:০৩:১৫ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর ছয়ঘড়িয়া পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ এবং উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে ১৮ মে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একই গোষ্ঠির চাচাতো ভাইয়ের হাতে সোহেল রানা (৩৩) নামে এক কৃষককে নির্মমভাবে হত্যা করা হয়েছে নিহত সোহেল রঘুনাথপুর ছয়ঘড়িয়া পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে

ঘটনায় আহত হয়েছে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদ রানা (৫৫), আঃ খালেক (৫০) তার স্ত্রী শিরিনা বেগম (৪০) এদিকে ঘটনার সাথে জড়িতদের শেরপুর সদর থানার পুলিশ আটক করেছে আটককৃতরা হলো সরাফত আলীর ছেলে আক্তার হোসেন (৫৫) স্ত্রী সুফিয়া বেগম (৪৫) মেয়ে আজেদা (৩২), আজমিনা (২৫)

পুলিশ এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার রঘুনাথপুর ছয় ঘড়িয়া পাড়া গ্রামের বাসিন্দা চান মিয়ার ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদ রানা, ছোট ভাই সোহেল রানার সাথে একই গোষ্ঠির সরাফত আলীর ছেলে চাচাতো ভাই আক্তার হোসন এর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এরই জেরধরে সোমবার সকালে উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে মাসুদ রানা আক্তার হোসেনের পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় পরে আক্তার হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যরা ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মাসুদ রানা সোহেল রানাসহ অপরাপরদের উপর হামলা করে এতে ধারালো ছুরি দিয়ে সোহেল রানার বুকে আঘাত করা হয় এছাড়াও একই সাথে বড় ভাই মাসুদ রানা আঃ খালেক তার স্ত্রী শিরিনা বেগমকেও ধারালো অস্ত্রদিয়ে আঘাত করা হয় পরে গুরুতর আহতদের কে এলাকাবাসী আত্মীয় স্বজন উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন অপরদিকে মাসুদ রানা আঃ খালেকে তার স্ত্রী শিরিনা বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়

এব্যাপারে নিহত আহত এবং ঘটনার সাথে জড়িত জনকে আটকের বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করেছেন এঘটনায় নিহত সোহেল রানা পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে

আরও খবর

Sponsered content

Powered by