দেশজুড়ে

যোগদান করেছেন নোবিপ্রবি উপ-উপাচার্য

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৪ , ৫:২৯:৪৪ প্রিন্ট সংস্করণ

যোগদান করেছেন নোবিপ্রবি উপ-উপাচার্য

নোয়াখালী বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক কর্মস্থলে যোগদান করেছেন। আজ বুধবার (৩০ অক্টোবর ) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।  

বুধবার সকালে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর ২০২৪ নোবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর নোবিপ্রবি আইন ২০০১ এর ১২(১) ধারা অনুযায়ী চার বছরের জন্য এ নিয়োগ প্রদান করেন।

 ড. মোহাম্মদ রেজওয়ানুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের একজন অধ্যাপক। তিনি ২০০৬ সালের নভেম্বরে উক্ত বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। জাপানের তোহুকু ইউনিভার্সিটির ডেভেলপমেন্টাল বায়োলজি এন্ড নিউরোসায়েন্স বিভাগ থেকে ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস এর মলিকুলার এন্ড সেল বায়োলজি বিভাগে রিসার্চ অ্যাসিস্টেন্ট ও টিচিং অ্যাসিস্টেন্ট হিসেবে কর্মরত ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য জর্নালে তার বিভিন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

আরও খবর

Sponsered content