দেশজুড়ে

কুড়িগ্রামে ‘নো মাস্ক নো ট্রাভেলিং’ ক্যাম্পেইন 

  প্রতিনিধি ৫ জুন ২০২০ , ৮:৪১:০৪ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধি : করোনা প্রতিরোধে কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে ‘নো মাস্ক নো ট্রাভেলিং’ রোড ক্যাম্পেইন শুরু হয়েছে। শহরের দাদা মোড় এলাকায় ঢাকাগামী বাস কাউন্টার ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে এ ক্যাম্পেইন শুরু করেন জেলা প্রশাসক মো. রেজাউল করিম। করোনা সংক্রমন রোধে সামাজিক দুরত্ব নিশ্চিতসহ দূরপাল্লা ও আভ্যন্তরীন রুটে বাস ও বিভিন্ন যানবাহনে যাতায়াতে প্রত্যেক যাত্রীকে তাদের মাস্ক পরিধান নিশ্চিত করতে এ ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। মাস্ক পরিধান না করলে সরকারী ঘোষনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সুজাউদ্দৌলা, উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলাম, এনডিসি হাসিবুল হাসান, ম্যাজিষ্ট্রেট অমিনুল ইসলাম বুলবুল, প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ উপস্থিত ছিলেন। 
 

আরও খবর

Sponsered content

Powered by