প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৪ , ৫:৫৬:২২ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট সদর উপজেলার হরিণখানা গ্রামের বিশিষ্ট ডিস ব্যবসায়ী, ফিরোজুল ইসলামের একমাত্র ছেলে তারিফ হোসেন (২৫) নিহত হয়েছে। ৫ নভেম্বর রাতে বাগেরহাট পৌরসভার ভিআইপি রোডের হাতিম ফার্নিচারের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় আরও ৩ জন মারাত্মকভাবে আহত হন তাদের মধ্যে দুই জন পুলিশ সদস্য রয়েছেন। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হস্তান্তর করেন। খুলনা নেওয়ার পথে তারিফ নিহত হন এবং বাকী ৩ জনের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানায় স্থানীয়রা। আহতরা হলেন সৈয়দ হাসিবুল হাসা(৪০), ইসরাফিল শিকদার(৩৫), রুবেল হোসেন(২৩)।
এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট পৌর বিএনপির আহবায়ক ও নিহত তারিফ হোসেনের চাচা এসকেন্দার হোসেন বলেন, আমার ভাইপো তারিফ হোসেন এ বছর ঢাকার একটি বে-সরকারী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেছে। ও ছুটিতে বাড়িতে আসছিল । সে এলাকায় সবার সাথে মিলে মিশে থাকত কারও সাথে ঝগড়া বিবাদ করত না। আপনারা আমার ভাইপোর জন্য দোয়া করবেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইদুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহতের মরদেহ বাড়িতে আনা হয়েছে।