দেশজুড়ে

শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি ব্যবহারে গুরুত্ব দেওয়ার আহবান ঈশ্বরগঞ্জের ইউএনও হাফিজা জেসমিনের

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২১ , ৭:২২:২৬ প্রিন্ট সংস্করণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে অনলাইনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা পরিচালনায় আই সি টি বিষয়ক বেসিক ধারনা প্রদানের লক্ষ্যে একদিন ব্যাপি গতকাল ১০অক্টোবর ইনহাউজ প্রশিক্ষন কর্মশালা ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের আইসিটি ভবনের ২য় তলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ হাফিজা জেসমিন। সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম খান। আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। পরিচালানা করেন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের তথ্য প্রযুক্তি বিষয়ের প্রভাষক মোঃ আনিছুর রহমান। কলেজ, স্কুল এন্ড কলেজ, স্কুল এবং মাদরাসার প্রধানগন কর্মশালায় অংশগ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউ এন ও হাফিজা জেসমিন বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশকে উন্নয়নশীল করতে তথ্য প্রযুক্তি তথা আই সি টি খাতে ব্যাপক উন্নয়ন করছে। সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে জ্ঞান অর্জনের লক্ষ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেন।

শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আহবান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ ডি এস কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ শহিদুল্লাহ, ধনিয়াকান্দি হামিদিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ আতিকুর রহমান সিদ্দিকী, পানান ফাযিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ আব্দুল মান্নান, চরজিথর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মেজবাহ উদ্দিন, রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক আকন্দ, ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ ফারুক, মাইজবাগ পাচপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুস সুলতান শাহিন, ধনিয়াকান্দি হামিদিয়া ফাযিল মাদরাসার প্রভাষক মোঃ সাইদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোঃ আসাদুজ্জামান, ফাইকুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গন আই সি টি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।

 

আরও খবর

Sponsered content

Powered by