দেশজুড়ে

মোরেলগঞ্জে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৪ , ৬:৩১:৪৮ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে ২১৫ নং সন্ন্যাসী বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা জামানের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষাথিদের অভিভাবক স্থানীয়রা, উপজেলা নিবার্হী অফিসার, শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 

অভিযোগে জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের ২১৫ নং সন্ন্যাসী বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা জামান বিদ্যালয়ের সরকারিভাবে উন্নয়নমূলক বরাদ্দ হলে তা সঠিকভাবে কাজ না করে ভূয়া বিল ভাউচার তৈরি করে টাকা উত্তোলন করে আত্মস্বাৎ, তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেননা। বিদ্যালয়ে রাজনৈতিক প্রোগ্রামের আলোচনা করে। শিক্ষক পেশায় থেকে ৭নং ওয়ার্ডের কয়েক বছর ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। বিদ্যালয়ে কতর্ৃপক্ষের তদারকী না থাকায় শিক্ষাথর্ীর সংখ্যা কমছে।

এদিকে বিদ্যালয়ের শিক্ষাথর্ী, অভিভাবক, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. বিটুল বিশ্বাস, এলাকার সাধারণ মানুষ প্রধান শিক্ষক মো. মোস্তফা জামানের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন, তাকে অপসারণ করে একজন দক্ষ শিক্ষক নিয়োগ প্রদানের দাবি প্রশাসনের প্রতি। 

স্থানীয়রা বলেন, একজন প্রধান শিক্ষক কিভাবে প্রকাশ্যে রাজনৈতিক দল করে ভাইদের নিয়ে প্রভাব খাটায়। আমরা এমন শিক্ষক চাইনা। এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য মো. বিটুল বিশ্বাস বলেন, প্রধান শিক্ষকের খামখেয়ালীপনায় শিক্ষাথর্ীর সংখ্যা দিন দিন কমছে। তাছাড়া বিদ্যালয়ের অর্থ বরাদ্দ খেয়াল খুশিমত খরচ করে ভাইচার তৈরি করে। এই আওয়ামী পন্থি প্রধান শিক্ষক মোস্তফা জামানের অপসারণ দাবি করছি প্রশাসনের প্রতি।  

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা জামানের কাছে অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, সমাধানের জন্য ইতোমধ্যে বসা হয়েছিলো। আমার বিরুদ্ধে উঠা অভিযোগ ভিত্তিহীন, একটি মহল ষড়যন্ত্র করছে।

আরও খবর

Sponsered content