চট্টগ্রাম

চাঁদপুরের হাজারো অসহায় মানুষের পাশে পরিকল্পনা প্রতিমন্ত্রী

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৩ , ৬:২০:৫৫ প্রিন্ট সংস্করণ

মাহফুজুর রহমান, চাঁদপুর প্রতিনিধি:

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’ ? কবির এ গানে ফুটে উঠেছে মানবপ্রেমের উজ্জ্বল এক দৃষ্টান্ত। মানুষের প্রতি ভালোবাসাবোধ জাগ্রত হয়েছে স্বার্থহীন। এমন ভালোবাসা আর প্রেমে এবার সমাজের সুবিধা বঞ্চিত হাজারো অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে দাড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন।

রোববার (১৫ জানুয়ারী ) দিনভর চাঁদপুরে মন্ত্রীর নিজ এলাকা মতলব উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্থানে প্রধান অতিথি হিসেবে হাজারো অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের সরকার বলে মন্তব্য করে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দেশ আমাদেরকে অনেক দিয়েছে। আমাদের এখন দেশের জন্য কাজ করার দরকার। প্রধানমন্ত্রী সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন বলেই প্রত্যন্ত অঞ্চলের মানুষ হাতের কাছেই স্বাস্থসেবা পাচ্ছে। কমিউনিটি ক্লিনিকে ৩০ প্রকার ওষুধ পাচ্ছে। দেশে ১৭ হাজার কমিউনিটি ক্লিনিক আছে এবং আরো বাড়ছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় গ্রামের বাড়িতেও গাড়ি নিয়ে যেতে পারছি। ৯৯% বাড়িতে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে । চরাঞ্চলের কারণে এটি শতভাগ হয়নি।

তিনি বলেন, আপনারা জানেন আগে সারের জন্য কৃষককে গুলি খেতে হয়েছে। এখন সরকার বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক দিচ্ছে। এই সরকারের সময় এক ছটাক সারের অভাব হয়নি কোথাও। নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের জন্য গবাদি পশু, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ দেয়া হচ্ছে। মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা দিচ্ছে সরকার। বীর মুক্তিযোদ্ধরা আগে ৫ হাজার টাকা ভাতা পেতেন। আমরা সেটি ২০ হাজার টাকা প্রস্তাব করলে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেন এবং বীরমুক্তিযোদ্ধারা এখন ২০ হাজার টাকা করে ভাতা পান।

প্রতিমন্ত্রী বলেন, কৃষক, শ্রমিক ও সাধারণ প্রত্যেকটি মানুষের জীবন মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন এবং অমূল পরিবর্তন হয়েছে। গ্রামের বিদ্যালয়গুলোতেও ৪ তলা ভবন করে দেয়া হয়েছে। ডিজিটাল ল্যাব এবং ফ্রিল্যান্সিং করার জন্য হাইটেক পার্ক করে দেয়া হচ্ছে। ইন্টারনেট ব্যবহার করে এবং অনলাইনে কাজ করে দেশের প্রত্যন্ত গ্রামের ৬ লাখ ছেলে-মেয়ে টাকা রোজগার করছে। পৃথিবীর ২৩২টি দেশের মধ্যে প্রায় ১৫শতাংশ ফ্রিল্যান্সার হচ্ছে বাংলাদেশের। গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার এই ফ্রিল্যান্সার তৈরী করেছে।

ষাটনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদাউস আলমের সভাপতিত্বে এবং সদস্য জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মনজুর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসান, আওয়ামী লীগ উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান ও লায়ন আরিফ উল্যাহ সরকার, ব্যবসায়ী আনিসুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক খসরু ঢালী, ইউনিয়ন আ.লীগ সহ-সভাপতি ভুলন চৌধুরী ও মহন মিয়া প্রমুখ।

এদিন পরিকল্পনা প্রতিমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রায় পাঁচ সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by