দেশজুড়ে

খুলছে বান্দরবানের পর্যটন দুয়ার,পর্যটকদের জন্য থাকছে বিশেষ ছাড়

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৪ , ৬:৩৬:৫২ প্রিন্ট সংস্করণ

খুলছে বান্দরবানের পর্যটন দুয়ার,পর্যটকদের জন্য থাকছে বিশেষ ছাড়

দীর্ঘ এক মাস পর বৃহস্পতিবার ৭ই নভেম্বর থেকে খুলছে পাহাড় কণ্যা বান্দরবানের পর্যটন দুয়ার।

আগামীকাল থেকে বান্দরবান জেলা সদর,আলীকদম,লামা ও নাইক্ষ্যংছড়ি চারটি উপজেলায় পর্যটকদের ভ্রমনের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন এছাড়া অবশিষ্ট তিনটি উপজেলা রুমা,রোয়াংছড়ি ও থানচি উপজেলায় এখনো নিরাপত্তা পর্যবেক্ষণের কাজ চলমান থাকায় আপাতত পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা থাকলেও পরবর্তীতে পর্যায়ক্রমে এ সকল উপজেলাতেও পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হবে।

বুধবার (৬ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার পর্যটন স্পটসমূহ উন্মুক্তকরণ বিষয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং কালে এসব কথা জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

এসময় তিনি পর্যটকদের বান্দরবান ভ্রমণের জন্য অনুরোধ জানিয়ে বলেন জেলার পর্যটন স্পটগুলো আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে,পর্যটকদের আকৃষ্ট করতে সংযোজন করা হয়েছে আধুনিক রাইড এছাড়াও অনেকগুলো পর্যটন স্পটে পর্যটকদের সুবিধায় নতুন ভাবে সংস্কারের কাজও চলমান আছে,তিনি বলেন বান্দরবানে পর্যটকরা যদি আশে তাহলে আগের চেয়ে ভিন্ন রূপ দেখতে পাবে। 

বন্ধ পর্যটন স্পটগুলো খুলে দেয়ার বিষয়ে এক প্রশ্নর জবাবে জেলা প্রশাসক বলেন সাম্প্রতিক সময়ে তিনটি উপজেলায় কেএনএফ প্রসঙ্গে জনগনের নিরাপত্তা বিবেচনায় সেনাবাহিনী সহ অন্যান্ন আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের পর্যবেক্ষক টিম তা নিবিড় পর্যবেক্ষণ করছে,জনসাধারণের নিরাপত্তার প্রশ্নে কোন আপোষ করা যাবে না,যখন আমরা সিদ্ধান্ত পাবো তখন অবশ্যই জানিয়ে দেয়া হবে।

এদিকে পর্যটকদের নিরাপত্তার জন্য সকল ধরনের প্রস্তুতি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বলেন নিরাপত্তা বিষয়ে ইতিমধ্যে জেলা ও উপজেলার কর্মকর্তাদের সাথে অনলাইন প্লাটফর্মে মিটিং করা হয়েছে,সেনাবাহিনী সহ অন্যান্ন আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করবেন আশা করছি পর্যটকরা নির্বিঘ্নে বান্দরবানের উন্মুক্ত পর্যটন স্পটগুলোতে ভ্রমণ করতে পারবেন।

এদিকে দীর্ঘদিন পর পর্যটকদের জন্য বান্দরবান ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আবাসিক হোটেল,মোটেল,রিসোর্টে পর্যটকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখছেন ব্যবসায়িরা।

এ বিষয়ে বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বলেন দীর্ঘদিন পর পর্যটন স্পটগুলো খুলে দেয়ায় আমরা আনন্দিত,এবং পর্যটকদের জন্য বান্দরবান ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পর্যটকদের জন্য আবাসিক এবং যাতায়াতের উপর বিশেষ ছাড়ের ঘোষণা দিবো যা আগামীকাল (৭ নভেম্বৃবর,হস্পতিবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবো।এই অফার থাকবে চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত। 

এদিকে বেসরকারি হোটেল,মোটেল,রিসোর্টের ছাড়ের সিদ্ধান্তের সাথে মিল রেখে জেলা প্রশাসনের পরিচালিত মোটেল সমূহেও ছাড়ের ব্যবস্থা রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

প্রসঙ্গত গত ৮ই অক্টোবর জেলা প্রশাসনের পক্ষ হতে একই মাসের ৩১ তারিখ পর্যন্ত বান্দরবান জেলায় সকল পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার কথা বলা হয় এবং পরবর্তীতে গত ৩০ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে পর্যটন স্পট খুলে দেয়ার বিষয়ে ব্যবসায়ি প্রতিনিধিদের সাথে আশ্বস্থ করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। 

প্রসঙ্গত পর্যটন জেলা বান্দরবানে কোভিড-১৯ পরবর্তী,২০২৩ সালের ভয়াবহ বণ্যা এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ বিরোধী যৌথবাহিনীর  দীর্ঘদিনের চলমান অভিযানের কারনে দফায় দফায় পর্যটকদের ভ্রমণের উপর প্রশাসনের নিষেধাজ্ঞা  প্রদান করা হয়,এতে অনেকটা থমকে পড়ে জেলার পর্যটন শিল্পের খাতগুলি।

দীর্ঘদিন পর জেলায় পর্যটকদের জন্য জেলার পর্যটন স্পটগুলো উন্মুক্ত করার মাধ্যমে আবারো নবরুপে ঘুড়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জেলায় পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ি সহ এই শিল্পের সাথে জড়িত হাজারো কর্মহীন সাধারণ মানুষ।

প্রেসব্রিফিং কালে উপস্থিত ছিলেন  পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক,র‍্যাব-১৫ এর বান্দরবানের কোম্পানি ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, বান্দরবান সেনা রিজিয়নের জিএসও-৩ আব্দুল মান্নান,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক  বৃন্দ। 

আরও খবর

Sponsered content