রংপুর

নবাবগঞ্জে ১২৭ পরিবার পেল সরকারী গরু

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২১ , ৭:৫০:০০ প্রিন্ট সংস্করণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

 

দিনাজপুরের নবাবগঞ্জে সমতল ভূমিতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২৭টি পরিবারের মাঝে গরু ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

রোববার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে দাউদপুর ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক সুফলভোগীদের হাতে গরুগুলি তুলে দেন।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ভেটেনারি সার্জন মো. শফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. সায়েম সবুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by