চট্টগ্রাম

চট্টগ্রামে ৪জন আলু বেপারীকে জরিমানা

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ৬:০৭:৫৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ৪জন আলু বেপারীকে জরিমানা

চট্টগ্রামে বেশী দামে আলু বিক্রির দায়ে নগরীর চাক্তাই এলাকায় চার বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩০ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ এ জরিমানা ধার্ষ্য করেন। এ সময় ওই চার বিক্রেতাকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী আনিছুর রহমান জানান, নতুন চাক্তাই এলাকায় মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা ও আলুর দাম মূল্যতালিকা অপেক্ষা বেশি রাখায় ২টি খুচরা মুদি দোকান ও ২টি আলু-পেঁয়াজের আড়তকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

আরও খবর

Sponsered content

Powered by