দেশজুড়ে

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৪ , ৪:০৭:৪৫ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকাল সাড়ে ৪ টায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  ভবনে এসে মিলিত স্বাধীনতা উদ্যানে হয়। 

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ শেখ ওহিদুজ্জামান দিপু, প্রধান সমন্বয়ক এম এ সালাম প্রমুখ।

আরও খবর

Sponsered content