দেশজুড়ে

বিজয়নগর উপজেলায় জনস্বাস্থ্যে প্রকৌশলীর অফিস চুরি

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৪ , ৭:৫১:৫৩ প্রিন্ট সংস্করণ

বিজয়নগর উপজেলায় জনস্বাস্থ্যে প্রকৌশলীর অফিস চুরি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অফিসের দুতলা বেয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে ব্যবহৃত আইপিএসসহ ১২ ভোল্ট দুটি ব্যাটারি চুরি হয়েছে।

১০ই নভেম্বর (রবিবার) অফিসের কর্মচারী তথ্য নিশ্চিত করেন।

সূত্রে জানা যায়, ৭ই নভেম্বর (বৃহস্পতিবার) অফিসের কর্মচারীরা ডিউটি শেষ করে, সম্মুখের গেইট বন্ধ করে চলে গেলে, রবিবার দিন এসে উপর তলার দরজা ভাঙ্গা পায় এবং নিচ তলায় ব্যবহৃত একটি আইপিএস ও দুটি ১২ ভোল্ট ব্যাটারি নির্দিষ্ট স্থানে না থাকায়, ধারণা করা হয় অফিস চুরি হয়েছে।

এ বিষয়ে উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো: শরিফুল ইসলাম জানান, অফিসের কর্মচারীরা বৃহস্পতিবার তালাবদ্ধ করে চলে গেলে, রবিবার অফিস খোলার দিন এসে দেখে অফিস চুরি হয়েছে। এনিয়ে বিজয়নগর থানায় জি টি এন্ট্রি করা হয়েছে।

আরও খবর

Sponsered content