দেশজুড়ে

গৌরীপুর মহিলা কলেজে নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৪ , ৬:০৯:৫৬ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর মহিলা কলেজে নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা সোমবার (১৮ নভেম্বর) কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠান সভাপতিত্বে করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম।

প্রভাষক  সেলিম আল রাজ ও প্রভাষক মোহাম্মদ  শাজাহান সিরাজের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি  গভর্নিং বডির সভাপতি  তানজীন চৌধুরী লিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হামিদ, অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: আব্দুল ছিদ্দিক, হাই স্কুল কলেজে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন নুরুল আমিন খান পাঠান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:  আজিজুল হক,  অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা ইয়াসমিন, স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শারমিন রহমান,   শিক্ষকদের পক্ষে সহকারী মো: তামজিদুর রহমান, সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক মো: রাকিবুল হাসান,  প্রভাষক দিলরুবা ইয়াসমিন প্রমুখ৷ 

আলোচনা অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক কর্মচারীদের ক্রেস্ট ও উপঢৌকন প্রদান করা হয়।  

বিদায়ী শিক্ষক কর্মচারীরা হলেন সহকারী অধ্যাপক আফরোজা বেগম, সহকারী অধ্যাপক জেবুননেসা, সহকারী অধ্যাপক আনোয়ারা খানম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা ইয়াসমিন রোজি, সহকারী অধ্যাপক রনজিত কুমার রায়, প্রধান অফিস সহকারী শহিদুল্লাহ হুমায়ুন,  নৈশপ্রহরী আব্দুল গণি, আব্দুল বারেক। 

সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রভাষক তারিকুল ইসলাম, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান।

আরও খবর

Sponsered content