প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৪ , ৬:০২:১৮ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুর উপজেলার নজরুল নগর ঘাটমোড়দহ মডেল কলেজের ৪ তলা বিশিষ্ট ভবনের একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির চত্বরে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ইমতাজ আলী, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর লালপুরের উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা, লক্ষণবাড়ীয়া চৌমুহিনী উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, সালামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ,কে,এম নজরুল ইসলামের সহধর্মিণী বেগম ফজিলা নজরুল প্রমুখ।
উদ্বোধন শেষে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।